Posts

Showing posts from March, 2023

একটি বাজপাখির দেশ পাড়ি দেওয়ার গল্প

Image
  একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ। পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে। স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়। আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়। কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়, এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু? আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে।

Egyptian Pyramids

Image
 File photo EGYPT History :  As of 2008, 138 pyramids have been discovered in Egypt. [1] [2] Most of them were built during the reign of ancient and medieval pharaohs as tombs for them and their wives. [3] [4] Egypt's oldest pyramids have been discovered at Saqqara, northwest of Memphis . The oldest of these is the Pyramid of Djoser , built during the reign of the Third Dynasty (2630-2611 BC). The architect Imhotep designed the pyramid and the pyramid-adjacent square. It is generally considered to be the oldest smooth stone structure in the world. The most famous of the Egyptian pyramids is found in Giza, on the outskirts of Cairo . Several structures at Giza are considered to be among the largest in the world. [5] The Pyramid of Khufu at Giza is the largest of the Egyptian pyramids. Among the seven wonders of the ancient world, it is the only one still in existence.