ভাইরাস প্রতিকারের উপায়




কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস। সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে। বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল করা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলো


১। এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার


২। এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার


৩। অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার


৪। নরটন এন্টিভাইরাস সফটওয়্যার; ইত্যাদি।

Comments

Popular posts from this blog

চবি ভর্তি পরীক্ষার B,A,C ইউনিটের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে

International Mother Language Day paragraph