কো-এক্সিয়াল ক্যাবল দেখতে কেমন ?

 চিত্র : কো-এক্সিয়াল ক্যাবল



কো-এক্সিয়াল ক্যাবল দুটি সুপরিবাহী বা কন্ডাক্টর (Conductor) ও অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে তৈরি করা হয়। কো-এক্সিয়াল ক্যাবল সাধারণত কোএক্স (Co-ax) নামে পরিচিত। কো-এক্স ক্যাবলের কেন্দ্র দিয়ে অতিক্রম করে একটি সলিড (Solid) কপার তার কেন্দ্রের পরিবাহী তার আচ্ছাদিত করার জন্য ও বাইরের পরিবাহী থেকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ থাকে। বাইরের পরিবাহককে প্লাস্টিক জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়।


এ ধরনের ক্যাবলের ডাটা স্থানান্তরের গতি বেশি হয়। তবে ডাটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর। কো এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে এক কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডাটা প্রেরণ করা যায়।

Comments

Popular posts from this blog

Journey by Train

কম্পিউটার কি ?