HTML Tag কাজ কি ?
HTML Tag
HTML মার্কআপ ভাষায় ব্যবহৃত ট্যাগকেই সাধারণত HTML ট্যাগ বলা হয়। HTML tags একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট < > দ্বারা আবৃত একটি কী-ওয়ার্ড। যেমন <html> । HTML tags সাধারণত জোড়ায় জোড়ায় লেখা হয়। যেমন <b> এবং </b>। প্রথম ট্যাগকে Start tag বা opening tag এবং শেষ ট্যাগকে end tag বা closing tag বলে। শেষ ট্যাগটি back slash (/) দ্বারা লিখতে হয়। <html> ট্যাগের মধ্যেই ডকুমেন্টের সবকিছু অবস্থান করে। <html> ট্যাগটি <head> tag ও <body> tag এই দুইটি অংশে বিভক্ত। HTML-এর কোড ইংরেজি বড় হাতের, ছোট হাতের কিংবা উভয় হাতের মিশ্রণে লেখা যায়। তাই <title> এর পরিবর্তে <TITLE> লেখা যায়।
Comments
Post a Comment