Posts

Showing posts from August, 2022

চবি ভর্তি পরীক্ষার B,A,C ইউনিটের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে

Image
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এছাড়া বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ক ইউনিট এবং ব্যবসায় প্রশাসনের গ ইউনিটের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফল প্রকাশ করা হয়। বি ইউনিট কলা ও মানবিক অনুষদের সকল বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে সাজানো হয়েছে। গত ২০ আগস্ট এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২৬ হাজার ৬০৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। সে হিসেবে পাসের হার ৪৩।

Journey by Train

Image
Dhaka image Paragraph : I had a wonderful experience traveling by train a few days ago. One of my best friends called me from Chittagong; He invited me to attend his elder sister's wedding ceremony. I decided to join. I had friends with me. We planned to go to Chittagong by train. We bought train tickets online. Finally, on the date, we reached the Kamalapur railway station at 8 am, after half an hour the train started running for Chittagong. I always enjoy train travel. The journey was more enjoyable as all three of us were friends. After arguing with them, I took the window seat. We bought our lunch with us as it was a long journey. But we also bought some food from the hawkers; I love street food a lot. I was looking out the window and enjoying the green nature of my beautiful country. Chittagong Road has few hilly tracks and roads, it is full of adventure. I loved the green outdoors and the great scenery. All these scenes satisfied me and I want to enjoy these scenes again and ...

HTML Tag কাজ কি ?

Image
HTML Tag   HTML মার্কআপ ভাষায় ব্যবহৃত ট্যাগকেই সাধারণত HTML ট্যাগ বলা হয়। HTML tags একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট < > দ্বারা আবৃত একটি কী-ওয়ার্ড। যেমন <html> । HTML tags সাধারণত জোড়ায় জোড়ায় লেখা হয়। যেমন <b> এবং </b>। প্রথম ট্যাগকে Start tag বা opening tag এবং শেষ ট্যাগকে end tag বা closing tag বলে। শেষ ট্যাগটি back slash (/) দ্বারা লিখতে হয়। <html> ট্যাগের মধ্যেই ডকুমেন্টের সবকিছু অবস্থান করে। <html> ট্যাগটি <head> tag ও <body> tag এই দুইটি অংশে বিভক্ত। HTML-এর কোড ইংরেজি বড় হাতের, ছোট হাতের কিংবা উভয় হাতের মিশ্রণে লেখা যায়। তাই <title> এর পরিবর্তে <TITLE> লেখা যায়।

কো-এক্সিয়াল ক্যাবল দেখতে কেমন ?

Image
 চিত্র : কো-এক্সিয়াল ক্যাবল কো-এক্সিয়াল ক্যাবল দুটি সুপরিবাহী বা কন্ডাক্টর (Conductor) ও অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে তৈরি করা হয়। কো-এক্সিয়াল ক্যাবল সাধারণত কোএক্স (Co-ax) নামে পরিচিত। কো-এক্স ক্যাবলের কেন্দ্র দিয়ে অতিক্রম করে একটি সলিড (Solid) কপার তার কেন্দ্রের পরিবাহী তার আচ্ছাদিত করার জন্য ও বাইরের পরিবাহী থেকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ থাকে। বাইরের পরিবাহককে প্লাস্টিক জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়। এ ধরনের ক্যাবলের ডাটা স্থানান্তরের গতি বেশি হয়। তবে ডাটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর। কো এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে এক কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডাটা প্রেরণ করা যায়।

কপিরাইট আইন বলতে কি ?

Image
 Copyright Image কপিরাইট (Copyright) একটি ইংরেজী শব্দ। কপিরাইট শব্দের বাংলা প্রতিশব্দ গ্রন্থস্বত্ব। একজন লেখকের রচিত পুস্তক বা গ্রন্থের ওপর তার মুদ্রণ, পুনঃমুদ্রণ ও প্রকাশের অধিকারকেই বলা হয় কপিরাইট। কপিরাইট আইন একটি একচেটিয়া, বৈধ ও নিশ্চিত অধিকার, যা একজনের বুদ্ধিবৃত্তিক বা মস্তিস্কজাত সৃষ্টিকে নকল বা পাইরেসি (Piracy) বা অন্যায় অনুসরণ হতে অন্য কাউকে বিরত রাখে। কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম ও অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারীকে তার সৃষ্ট মেধাসম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয়। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা, জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা, কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। কম্পিউটার সফটওয়্যারও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। কপিরাইট আইনের কারণেই কোন নির্মাতা, শিল্পী, প্রোগ্রামার কিংবা লেখক তাদের মেধার সঠিক মূল্যায়ন পেয়ে থাকেন। আর কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে ।

ই-মেইল কি ?

Image
Email   ই-মেইল হলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদান ব্যবস্থা। লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে সীমিত স্থানের মধ্যে এবং ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের যে কোন স্থানে ই মেইল পাঠানো যায়। বিভিন্ন ই-মেইল প্রোগ্রাম ব্যবহার করে মেইল পাঠানো যায়। ই-মেইল প্রোগ্রামে ঢুকে বার্তা টাইপ করে প্রাপকের ঠিকানা নির্দিষ্ট করে পাঠানো (Send) নির্দেশ দিলে ই-মেইল তথ্য সরাসরি প্রাপকের কম্পিউটারে না গিয়ে তার টার্মিনাল বা ওয়ার্কস্টেশন বা সার্ভারে গিয়ে জমা হয়। প্রাপক তার নামে কোন মেইল এসেছে কিনা তা অনুসন্ধানের নির্দেশ দিলে টার্মিনাল থেকে প্রাপকের কম্পিউটারে মেইলটি চলে আসে। একটি মেইল একই সঙ্গে অনেকের নিকট পাঠানো যায়। অন্য প্রোগ্রামে করা (যেমন, এমএস ওয়ার্ড) ফাইলকে ই-মেইলের সাথে যুক্ত করে পাঠানো যায়। একে ফাইল এটাচমেন্ট (Attachment) বলা হয়। এটাচমেন্ট করে ভিডিও এবং অডিও ফাইলও পাঠানো যায়।

Fill up the empty room here with your talent

Image
Chase,   row,  distance,  watch,  Notice,  ride,            Real,  false,  reces,   most struggle,   run Animals do not race unless they are made to (a) i____n some way, though it often seems as if little lambs are running (b_____) with each other in the fields in spring. Horses are (c)____of course. Dogs won't race unless they have something to (d)____ and so they are given a hare to run after, either a (e)____one or an imitation one. The (f)____ famous boat race in England is between Oxford and Cambridge. It is (g)____ over a course on the river Thames, and thousands of people (h)_____ it. The eight rowers in each boat have a great (i) —and at the end there is usually only a short (j)_____ the losers. between the winners and the losers.

ভাইরাস প্রতিকারের উপায়

Image
কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস। সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে। বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল করা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলো ১। এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার ২। এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার ৩। অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার ৪। নরটন এন্টিভাইরাস সফটওয়্যার; ইত্যাদি।

টেলিকনফারেন্সিং কি ?

Image
 টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। ভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোন সভ্য অথবা সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং। বিশ্বের যে কোন জায়গা থেকে যে কোন ব্যক্তিই টেলিফোন মাধ্যম ব্যবহার করে টেলিকনফারেন্স করতে পারে। টেলিকনফারেন্স বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: পাবলিক কনফারেন্স, ক্লোজড কনফারেন্স এবং রিড অনলি কনফারেন্স । পাবলিক কনফারেন্স সবার জন্য উন্মুক্ত। যে কেউ এই কনফারেন্সে অংশগ্রহণ করতে পারে। ক্লোজড কনফারেন্স সবার জন্য উন্মুক্ত নয়: পাসওয়ার্ড প্রটেকটেড। শুধুমাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে এই কনফারেন্সে অংশগ্রহণ করা যায়। টেলিকনফারেন্সিং সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা হয়।

কম্পিউটার কি ?

Image
 কম্পিউটার ল্যাটিন শব্দ Computare থেকে ইংরেজি Computer শব্দটির উৎপত্তি । Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র। পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো। কিন্তু বর্তমান অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের কাজ করা যায়। কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে। কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত ন্যানোসেকেন্ড এ ন্যানোসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ সময় মাত্র। ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। মূলত কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স যন্ত্র, যা নিজস্ব স্মৃতিভায়ারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশাবলি সংরক্ষণ করে রাখে। ব্যবহারকারী ডাটা বা উপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার প্রক্রিয়াকরণ (প্রসেসিং) করে কাজের ফলাফল প্রদান করে

সংখ্যাত্মক ও গুণাত্মক পদ্ধতি

Image
সামাজিক গবেষণায় সংখ্যাত্মক ও গুণাত্মক পদ্ধতির বহুলব্যবহার পরিলক্ষিত হয়। গবেষণার বিষয়, ধরন, বৈশিষ্ট্য, তথ্যের পর্যাপ্ততা, গবেষকের দক্ষতা, সময়, অর্থ ইত্যাদি বিবেচনা করে পদ্ধতি নির্ধারণ করা হয়। মোটাদাগে সংখ্যাত্মক পদ্ধতিকে পরিসংখ্যানমূলক এবং গুণাত্মক পদ্ধতিকে বর্ণনামূলক বৈশিষ্ট্যের অধিকারী বলে মনে করা হয়। বস্তুত সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের কৌশল এবং তথ্যের ধরন, প্রকৃতি ও পরিমাণ বিবেচনা করে সংখ্যাত্মক ও হক পদ্ধতি নিরুপণ করা হ সংখ্যাত্মক পদ্ধতি সংঘাত্মক বেষণায় বিভিন্ন চলকের মধ্যেকার সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে তত্ত্বীয় অনুসিদ্ধান্ত পরীক্ষা করা হয়। এ পদ্ধতিতে ঘটনার সাধারণীকরণ করা হয় চলকের মাধ্যমে। তথ্য বিশ্লেষণ করা হয় বস্তুনিষ্ঠতা বজায় রেখে। সংখ্যাত্মক পদ্ধতিতে পরিসংখ্যানিক উপায়ে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়। সংখ্যাত্মক পদ্ধতির কতিপয় দৃষ্টিভঙ্গি (Approach) রয়েছে তা হলো বিভিন্ন ধরনের জরিপ (Survey), প্রশ্নমালা জরিপ বা সাক্ষাৎকার (Questionnaire Survey or Interview), সহ-সম্পর্ক (Correlation) তা বিশ্লেষণ (Trend Analysis) ইতাদি। সংখ্যাত্মক পদ্ধতির বৈশিষ্ট্যাবলি সাধ পদ্ধতির বৈ...